রমযানের আবেদন
রমযান সমাগতঃ আসুন দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসি
প্রিয় ভাই/বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
চ্যারিটি প্লাটফর্ম দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ২০১৯ সাল হতে কাজ করছে। যাকাত, দান ও অন্যান্য সাহায্যের মাধ্যমে চ্যারিটি প্লাটফর্ম বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে আমাদের উল্লেখযোগ্য কর্মসূচি নিম্নরূপ:
- স্বাবলম্বী : অতিদরিদ্র মানুষের জীবন ও জীবিকার উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন করা;
- সুস্বাস্থ্য: দরিদ্র ও অক্ষম রোগীদের চিকিৎসা সহায়তা;
- শিশুমেলা বিদ্যানিকেতন: সুবিধা বঞ্চিত শিশুদের আনুষ্ঠানিক মানসম্মত শিক্ষা;
- জ্ঞান–আলো: আর্থিকভাবে দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা সহায়তা করা;
- খাদ্য সহায়তা: বয়স্ক অতিদরিদ্র ও কর্মহীন মানুষের খাদ্য সহায়তা;
- জরুরি ও মানবিক সহায়তা: হঠাৎ বিপদাপদে পতিত বিপন্ন মানুষকে সহায়তা।
গত তিন বছরে আমরা ১৩ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬০ হাজার গরীব মানুষের জীবন মান উন্নয়নে কাজ করেছি। একটি মানবিক সমাজ গড়তে দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবিকা, স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য সকলের এগিয়ে আসা জরুরি। আপনাদের দান ও যাকাত এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই চ্যারিটি প্লাটফর্মে আপনাদের যাকাত ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদানে আমরা আপনাদেরকে উদাত্ত আহবান জানাচ্ছি। আমরা যথাযথ নীতিমালা এবং আমানতের সাথে আপনার যাকাতসহ অন্যান্য সাহায্য ব্যবহার করতে প্রতিশ্রুতি দিচ্ছি।
আমাদের কর্মসুচি সম্পর্কে জানতে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন বা ইমেইল করতে পারেন।
ব্যাংক হিসাব বিবরণ
CHARITY PLATFORM
হিসাব নং: ৪০১৬-১১১০০০১০২৪০
মিরপুর শাখা,শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
বিকাশ/রকেট/নগদ: ০১৬৭৩৯০৯৩১১
রমযানের শুভেচ্ছাসহ,
খোন্দকার জাকারিয়া আহম্মদ
নির্বাহী পরিচালক, চ্যারিটি প্লাটফর্ম
মোবাইল: +৮৮ ০১৩০৪ ৪৫ ৪৫ ০৭,
+৮৮ ০১৬৭৩ ৯০ ৯৩ ১১
Email : [email protected], [email protected]
Website: www.charity-platform.org