জাকাত বিষয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: জাকাত কী?

সাধারণভাবে জাকাতকে কর/ট্যাক্স বা দান হিসেবে মনে করা হয়, যেটা আদতে সঠিক না। জাকাত কর বা আইনি দায় নয় এবং দানের মতো ঐচ্ছিক কোন বিষয়ও না, বরং এটা একটা নিসাব সম্পন্ন ব্যক্তির জন্য এটা বাধ্যতামূলক ইবাদাত। ইসলামে জাকাতকে ধনীর সম্পদে দরিদ্রের হক/অধিকার হিসেবে দেখা হয়। এবং জাকাত আদায় না করাকে দরিদ্র ব্যক্তির জন্য আল্লাহ-প্রদত্ত অধিকার বঞ্চিত করা হিসেবে দেখা হয়।

পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন, “তাদের (ধনীদের) ধন-সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। ” সুরা: আয-যারিয়াত -১৯

প্রশ্ন: ব্যবসার উদ্দেশ্যে জমি কেনার জন্য টাকা অগ্রিম দেয়া হয়েছে। জমি দিয়ে কি ধরনের ব্যবসা হবে তা স্পষ্ট নয়। এখনো পর্যন্ত জমির রেজিষ্ট্রেশন ও দখল পাওয়া যায়নি। এমতবস্থায় জাকাতের বিধান কি?

উত্তর: জমির মালিকানা না হওয়ায় জমির উপর কোন জাকাত দিতে হবে না। তবে যে টাকা অগ্রিম দেয়া হয়েছে তার উপর জাকাত দিতে হবে। উল্লেখ্য যে, এ নিশ্চয়তা থাকে অগ্রিম টাকার বিপরীতে সম্পদ পাওয়া যাবে অথবা টাকা ফেরত পাওয়া যাবে।

প্রশ্ন: জয়েন্টভেন্সারের ব্যবসার জন্য জমি পাওয়ার লক্ষে সাইনিংমানি হিসেবে টাকা পরিশোধ করা হয়েছে। জমির দখল ও রেজিষ্ট্রিশন পাওয়া যায়নি। এমতবস্থায় জাকাতের বিধান কি?

উত্তর: সাইনিংমানি দেয়ার অর্থ হলো খরচ বা ব্যয় করা। ফলে এর উপর কোন জাকাত নেই। মালিক না হওয়ায় জমির উপরও জাকাত হবে না।

প্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানের গাড়ী, যন্ত্রপাতি, ফার্নিচার, ডেকোরেশন সামগ্রী উপর জাকাত দিতে হবে কি?

উত্তর : না দিতে হবে না।

প্রশ্ন: কাঁচামাল (Raw materials) হিসেবে রড, সিমেন্ট, ইট, বালু, টাইলস ইত্যাদি মজুত ও লেবার কস্ট হিসাবে আছে। এ গুলোর জাকাত দিতে হবে কি?

উত্তর: হাঁ দিতে হবে। তবে লেবার কস্ট হলো এক ধরনের ব্যয় এর উপর জাকাত হবে না।

প্রশ্ন: বিক্রির জন্য রেডিমেট ফ্লাট আছে। এসব ফ্লাটের জাকাত কি ভাবে দিতে হবে?

উত্তর: যদি ক্লাইন্টের টাকায় ফ্লাট প্রস্তুত করা হয় তাহ’লে বিক্রিত মূল্য থেকে তাদের (ক্লাইন্টের টাকা) অংশ বাদ দিয়ে বাকী টাকার উপর জাকাত দিতে হবে। আর যদি নিজের টাকায় করা হয় বিক্রয় মূল্যের উপর জাকাত দিতে হবে। বছর শেষে ফ্লাটের মূল্যধরে জাকাত দিয়ে দিতে পারে। অনথায় যখন বিক্রি করবে তখন বকেয়া বছর গুলোসহ জাকাত দিতে হবে।

প্রশ্ন: ব্যবসার উদ্দেশ্যে এপার্টমেন্ট বা বিল্ডিং প্রস্তুতির কাজ চলমান। এ অবস্থায় কিছু এপার্টমেন্ট বিক্রি হয়েছে (কিস্তিতে বা একবারে)। জাকাতের বিধান কি হবে?

উত্তর: বিক্রিকরে যে পরিমান টাকা পাওয়া যাবে তা থেকে খরচ বাদ দিয়ে বছর শেষে যে টাকা থাকবে তার উপর জাকাত দিতে হবে।

প্রশ্ন: সম্পদ (Property) অলস (Ideal) পড়ে আছে। কোন নগদ টাকা নেই। জাকাত দিতে হলে সম্পদ বিক্রিকরে দিতে হবে। এমতবস্থায় জাকাতের বিধান কি হবে?

উত্তর: প্রথমত: সম্পদ বিক্রিকরে হলেও জাকাত দিতে হবে। যদি তা করা সম্ভব না হয় তাহ’লে সম্পদ যখন বিক্রি করবে তখন যে কয় বছর সম্পদ পড়ে ছিল সে কয় বছরের বকেয়া জাকাতসহ চলতি বছরের জাকাত দিতে হবে।

প্রশ্ন: ধরি ৫০ লক্ষ টাকা দিয়ে বছরের শুরুতে ব্যবসা আরম্ভ করা হয়েছে। ২ মাস পর ব্যবসায় ৫ লক্ষ টাকা লাভ হয়েছে। আবার কোন এক সময় কিছু টাকা লোকসান হয়েছে। এমতবস্থায় জাকাত কিভাবে দিতে হবে।

উত্তর: জাকাত প্রদানের একটি নির্দিষ্ট তারিখ থাকতে হবে। বছরের মাঝে লাভ-ক্ষতি যাইহোক না কেন জাকাত প্রদানের তারিখে যে স্থিতি (Balance) থাকবে তার উপর